শিক্ষার্থীকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর হলেন শিক্ষকবৃন্দ

চুয়াডাঙ্গায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ ছেলুন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা ও ভি.জে উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। দুটি বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সর্বোচ্চ বাজেট শিক্ষাখাতে ব্যয় হচ্ছে। দুঃখজনক হলেও সত্য শিক্ষার হার বাড়ছে কিন্তু শিক্ষার মান বাড়ছে না। তাই সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়ার পাশাপাশি মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন আমাদের একটি সন্তানও যাতে অশিক্ষিত না থাকে। শিক্ষার জগৎটাকে আলো জাগাতে হবে। আর এ আলো জাগানোর একমাত্র কারিগর হলেন শিক্ষকবৃন্দ। আপনার নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের সন্তানেরা মানুষ হবে। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে সেই বিষয়ে প্রদক্ষেপ নিন। এতে করে শিক্ষার মান উন্নতি হবে ও সঠিক শিক্ষার্থী বেরিয়ে আসবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় সভাপতি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবিব পিপিএম, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক ইলা হক ও সফুরা খাতুন প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার।