শিক্ষক হাসানের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

মদনা হাইস্কুলের ৯ম শ্রেণির ৩৬ শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা

স্টাফ রিপোটার: দামুড়হুদার মদনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাসানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মনগড়াভাবে ৯ম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৬ শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা দেয়ায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে অনড় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগে জানা গেছে, দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ সালে অনুষ্ঠিত বার্ষিক পরিক্ষায় ৯ম শ্রেণিতে ১২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২৯ ডিসেম্বর মানবিক বিভাগে ৩৪ ও বিজ্ঞান বিভাগে ৩১ জনকে মৌখিকভাবে উত্তীর্ণ ঘোষণা দেয়া হয়। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ জন শিক্ষার্থীকে অকৃতকার্য বলে মৌখিকভাবে ঘোষণা দেয়া হয়। অকৃতকার্য ঘোষিত শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল ১০টার দিকে শিক্ষকদের চ্যালেঞ্জ ছোড়ে খাতা দেখার জন্য। এ সময় শিক্ষক হাসানুজ্জামানের সাথে শিক্ষার্থীদের মধ্যে বাগবিত-ার ঘটনা ঘটে। একপর্যায়ে হাসানুজ্জামান ব্যবসায় শিক্ষা বিভাগের আরও ১২ জন শিক্ষার্থীকে মৌখিকভাবে উত্তীর্ণের ঘোষণা দিলে পরিস্থিতি হয়ে ওঠে বেসামাল। শিক্ষার্থীরা হাসানুজ্জামানের বিরুদ্ধে ফুঁসে ওঠে। শুরু হয় বিক্ষোভ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুনতাজ আলী ও প্রধান শিক্ষক শামসুল আলম পরিস্থিতি স্বাভাবিক করেন। অভিভাবক ও শিক্ষার্থীদের আশ্বাস দেয়া হয়েছে, ভালোভাবে পরীক্ষার খাতা দেখে অকৃতকার্যদের পুনরায় ৪ জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক হাসানুজ্জামানের শাস্তিমূলক ব্যবস্থা দাবি তুলেছে শিক্ষার্থীরা।