শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

 

স্টাফ রিপোর্টার: ৯ম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার স্কুল পর্যায়ে পাসের হার ৩১ দশমিক ৩৮ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩১ দশমিক ১৬ শতাংশ। সার্বিক পাসের গড় হার ৩১ দশমিক ৩০ শতাংশ। গত ২৩ ও ২৪ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ১ লাখ ৫৯ হাজার ৫৯৮ জন ও কলেজ পর্যায়ে ৮২ হাজার ৮৫৩ জন অর্থাৎ মোট ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে স্কুল পর্যায়ে ৪৮ হাজার ৪৫৫ জন এবং কলেজ পর্যায়ে ২৭ হাজার ৪৪৩ জন অর্থাৎ মোট ৭৫ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট উত্তীর্ণদের মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৪ (স্কুল পর্যায়ে ৩১ হাজার ৬৫৬ ও কলেজ পর্যায়ে ১৮ হাজার ৪২৮) জন এবং মহিলা ২৫ হাজার ৮১৪ (স্কুল পর্যায়ে ১৬ হাজার ৭৯৯ ও কলেজ পর্যায়ে ৯ হাজার ১৫) জন।
উল্লেখ্য, ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, ২০১৩ -এ স্কুল পর্যায়ে ৪৪টি এবং কলেজ পর্যায়ে ৩৬টি, মোট ৮০টি বিষয়ে নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়।