শামসুজ্জামান দুদুকে এবারের ঈদ কাশিমপুর কারাগারেই করতে হচ্ছে

স্টাফ রিপোর্টার: ১১টি মামলায় জামিন পেলেও গতকাল পর্যন্ত হাজতমুক্ত হতে পারেননি শামসুজ্জামান দুদু। এবারের ঈদ তাকে স্বজনদের ছেড়ে কাশিমপুর কারাগারে বন্দিদের সাথেই ঈদ করতে হচ্ছে। উচ্চ আদালত থেকে ১১টি মামলায় জামিন পেলেও একটি মামলায় রাষ্ট্রপক্ষে আপিল করার কারণে হাজত থেকে মুক্তি পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্টসূত্র এ তথ্য জানিয়ে বলেছেন, আগামী ২২ জুলাই আপিল শোনানি হওয়ার প্রাথমিক কথা রয়েছে। শোনানির পর আদালতের অদেশের ওপরই মুক্ত হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করছে। গত ১১ জানুয়ারি রাতে ঢাকার মিরপুর থানা পুলিশ চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতার করে। এরপর তাকে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। আন্দোলনের সময় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১টিতে জামিন পেয়েছেন তিনি। এতে তার হাজত মুক্ত হওয়ার সম্ভাবনা ফুটে ওঠে। গতকাল বিএনপি নেতা গোয়েশ্বর রায় চৌধুরী জামিনে হাজত মুক্ত হলেও শামসুজ্জামান দুদুর হাজত মুক্ত হওয়ার বিষয়টি পড়েছে অনিশ্চয়তার মধ্যে।