শর্ত ভঙ্গ করায় আলমডাঙ্গার বড়গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আনন্দমেলা বন্ধ : জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: শর্ত ভঙ্গ করায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত আনন্দমেলা বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেছেন। আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামের মিনারুল ইসলাম রাজু জানান, তার নামে জেলা প্রশাসন থেকে গত ২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আনন্দমেলার অনুমোদন দেয়া হয়। জামানত হিসেবে ২ লাখ টাকা জমা রাখা হয়। হঠাত করে মেলা বন্ধের খবর পেয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে দেখা করেছি। কিন্তু, কোনো ফল হয়নি।
জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রেস কনফারেন্সে আরও জানান, ১৫টি শর্ত দিয়ে মেলা চালানো অনুমতি দেয়া হয়েছিলো। এরমধ্যে শর্ত ভেঙে উচ্চস্বরে মাইক বাঁজানো, লটারী খেলা ও যাদু প্রদর্শনসহ নানা শর্ত ভাঙ্গায় মেলা বন্ধ করে দেয়া হয়েছে। জামানত হিসেবে রাখা ২ লাখ টাকা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেয়া হবে।