শমসের মবিন ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার: এমপি ছবি বিশ্বাসের ওপর হামলার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর গতকাল শুক্রবার বিকেলে তাকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে বনানীর ডিওএইচএসের বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়। এছাড়া বিএনপির আরও কয়েকজন নেতার বাসায় ডিবি পুলিশ হানা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে শাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল শমসের মবিনের ডিওএইচএসের বাসা ঘিরে ফেলে। তারা বাসার ভেতরে প্রবেশ করে বলেন, স্যার আপনাকে আমাদের সাথে যেতে হবে। এরপর শমসের মবিন চৌধুরী তাদের কাছে কয়েক মিনিট সময় চান। কিছুক্ষণ পর শমসের মবিন চৌধুরী বাসার ভেতর থেকে বেরিয়ে এলে ডিবি পুলিশ শাদা রঙের একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে মিন্টো রোডের দিকে যায়। ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে শমসের মবিন চৌধুরীকে আটক করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে।