শনিবার ব্যাংক খোলা

স্টাফ রিপোর্টার: ছুটির দিন হলেও করদাতাদের সুবিধার জন্য আগামী ২৯ নভেম্বর শনিবার ব্যাংকগুলোর বিভাগীয় সব এবং জেলার প্রধান প্রধান শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেয়ার শেষ দিন ১ ডিসেম্বর। তার আগে দু দিন সাপ্তাহিক ছুটি থাকায় এ পদক্ষেপ নেয়া হলো। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা মঙ্গলবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে চালান ও পে-অর্ডারের মাধ্যমে আয়কর গ্রহণ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর সব বিভাগীয় ও জেলার প্রধান প্রধান শাখা ২৯ নভেম্বর শনিবার খোলা থাকবে। ছুটির দিনে যারা ব্যাংকে কাজ করবেন, সেসব কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক, যুক্তিসঙ্গত ভাতা দেয়ার জন্যও বাংলাদেশ ব্যাংক সুপারিশ করেছে। ঈদ ও পূজার ছুটি এবং হজের কারণে এবার দ্বিতীয় দফায় আয়কর বিবরণী জমার সময় এক মাস বাড়ানো হয়। ৩০ সেপ্টেম্বর নির্ধারিত দিন শেষ হওয়ার আগে প্রথম দফায় এক মাস সময় বাড়ানো হয়েছিলো। রাজস্ব বোর্ডের হিসাবে, দেশের ৩৫ লাখ লোকের নামে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেও নিয়মিত কর বিবরণী জমা দেন ১৭ লাখ। এর মধ্যে কর দিয়ে থাকেন ১০ লাখ নাগরিক।