শক্তি প্রয়োগে বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোলাটে হবে

স্টাফ রিপোর্টার: নাশকতা ও পেট্রোলবোমা হামলার জবাবে পুলিশ বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে বলে মন্তব্য করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত বৃহস্পতিবার সংগঠনটির এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী পুলিশকে যে নির্দেশ দিয়েছেন তার মানে হলো- পুলিশকে বিক্ষোভকারীদের ওপর অপ্রয়োজনে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের উন্মুক্ত আমন্ত্রণ জানানো। ক্ষেত্রবিশেষে এটা পুলিশকে বিচারবহির্ভূত পদক্ষেপ নেয়ার ব্যাপারেও উসকে দেবে। অতীতেও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর এ ধরনের ঘটনা ঘটানোর নজির আছে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও মান অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী পুলিশ বাহিনী ব্যবহার করা যাবে। পুলিশি অভিযানে হতাহতের সংখ্যা যেন একদমই কম হয়, সে ব্যাপারেও তাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া নিতান্তই বাধ্য না হয়ে আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা যাবে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার আইনে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশের অধিকার থাকলেও বিএনপি নেতৃত্বধীন জোটের বিক্ষোভের ধরন বরাবরই রাজনৈতিক উদ্দেশে সহিংসতার দিকেই যাচ্ছে। বিবৃতিতে জানানো হয়, সব রাজনৈতিক দলেরই উচিত তাদের সদস্য ও সমর্থকদের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য যেকোনো তদন্তে সহায়তা করার ব্যাপারে উৎহাসিত করা।