চুয়াডাঙ্গায় ডুসাকের আয়োজেন শিক্ষার্থী সম্মেলনে হুইপ: লেখাপড়া সবচেয়ে বড় সম্পদ : কখন ফুরায় না

চুয়াডাঙ্গায় ডুসাকের আয়োজেন শিক্ষার্থী সম্মেলনে হুইপ: লেখাপড়া সবচেয়ে বড় সম্পদ : কখন ফুরায় না

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ডুসাকের উদ্যোগে চুয়াডাঙ্গায় শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর মূলপর্ব শুরু হয়।

ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক নাঈমুল হক ও বর্তমান সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজির সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজির। ডুসাক সভাপতি কদর আলী বায়েজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও এনটিভির সিনিয়র রিপোর্টার ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল। এছাড়া বক্তব্য রাখেন- শহীদ নুর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল মান্নান, লিডস ভার্সিটি কোচিঙের পরিচালক রুহুল আমিন মল্লিক, আনিসুজ্জামান, আব্দুস সালাম, টেক্সটাইল কলেজের ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, তিতুমীর কলেজের শাহাদাৎ হোসেন ঢালী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন আজাদ ও ঢাবি মহসিন হলের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ইমরান হোসেন ঢালী। কোরআন তেলাওয়াত করেন ডুসাকের জিয়া হলের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম।

প্রধান অতিথি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়া সবচেয়ে বড় সম্পদ। লেখাপড়া শিখে মানুষ হতে হবে। বাবা-মাকে সম্পদ রেখে যেতে হবে না। সন্তানকে সম্পদে পরিণত করতে হবে। লেখাপড়া শিখলে জীবনে কোনো অভাব হবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করছে না। স্কুল-কলেজে সঠিকভাবে লেখাপড়া হচ্ছে না। সেকারণে শিক্ষার্থীরা কোচিঙের দিকে ঝুঁকছে। মেধাকে বিকাশিত করতে হবে। মেধাকে কাজে লাগাও। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীরা ভালো জায়গায় চান্স পাও। এই অনুষ্ঠানে ডুসাকের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে বিজ্ঞান শাখায় অনার্স খোলার জন্য দাবি জানানো হয়। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ধন্যবাদ জানানো হয়। এটিকে উচ্চ শিক্ষার জন্য মাইফলক হিসেবে অভিহিত করেন ডুসাকের সাধারণ সম্পাদক শামীম হোসেন মিজির। এখানে গরিব মেধাবীদের স্বল্প খরচে পড়াশোনা করতে পারে তার দাবি জানানো হয়। এতে হুইপ উচ্চশিক্ষার ক্ষেত্রে সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের প্রতিশ্রুতি দেন।