লুটকৃত মালামাল উদ্ধারের ২০ দিনের মাথায় চুয়াডাঙ্গা গহেরপুরের বদর গ্রেফতার

 

ঝিনাইদহ অফিস: হবিগঞ্জ থেকে ছিনতাইকৃত মালামাল চুয়াডাঙ্গা গড়াইটুপি বাজার থেকে উদ্ধারের ২০ দিনের মাথায় ঝিনাইদহ পুলিশ গ্রেফতার করেছে ছিনতাই সিন্ডিকেটের হোতা চুয়াডাঙ্গা সদরের গহেরপুর গ্রামের বদরউদ্দিনকে। চলছে পুলিশি জিজ্ঞাসাবাদ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাসখানেক আগে হবিগঞ্জ থেকে একটি সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী চক্র কোমলপানীয় ট্রাকসহ (টাইগার) ছিনতাই করে। ঝিনাইদহ পুলিশ গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে সাধুহাটির বকুলকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী আসাদুলকে। পুলিশ আসাদুল স্টোর থেকে উদ্ধার করে ৫৭ কাটুন কোমলপানীয় টাইগারের বোতল। গত ১৯ অক্টোবর দুপুর ২টার দিকে আবারও ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিচুর রহমান আনিচ গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়াটুপি বাজারের ইছাহকের ছেলে জাহাঙ্গীরের মুদিদোকানে। পুলিশ জাহাঙ্গীরের দোকান এবং বাড়ি থেকে উদ্ধার করে ৮৫ কাটুন টাইগারের কোমলপানীয় বোতল। সে সময় দোকানের মালিক জাহাঙ্গীর পুলিশি উপস্থিতি টের পেয়ে দেয় গা ঢাকা। গড়াইটুপি বাজার থেকে ছিনতাই হওয়া কোমলপানীয় উদ্ধার হওয়ার পর থেকে এলাকার বাতাসে ভাসতে থাকে নানা কথা। অবশেষে ছিনতাইকৃত মালামাল উদ্ধারের ২০ দিনের মাথায় আবারও অভিযান চালিয়ে ঝিনাইদহ পুলিশ গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে গড়াইটুপি বাজার থেকে গ্রেফতার করে সিন্ডিকেটের হোতা তিতুদহ ইউনিয়নের গহেরপুর গ্রামের সামছদ্দিনের ছেলে বদরউদ্দিনকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত বদরউদ্দিনেকে ঝিনাইদহ সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছিলো। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিচুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইলফোন রিসিভ করেননি।