লিবিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৬ জন নিহত

মাথাভাঙ্গা মনিটর: পূর্ব লিবিয়ার বারসিস নামক স্থানে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র থেকে জানা গেছে, বেনগাজি শহর থেকে ৩০ কিলোমিটার অদূরে বারসিস সামরিক ঘাঁটির সামনে হামলাকারী গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। নিহত প্রত্যেকে সেনা সদস্য বলে জানা গেছে। লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গাড়িবোমা হামলা আর আর্মি, পুলিশ অফিসার হত্যার ঘটনা ঘটছে নিয়মিত। বেনগাজিতে নিয়মিত সন্ত্রাসী হামলার পর অধিকাংশ দেশ তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। কয়েকটি বিদেশি এয়ারলাইনসও তাদের কার্যক্রম বন্ধ করেছে। ২০১২ সালের সেপ্টেম্বরে মার্কিন দূতাবাসে হামলায় রাষ্ট্রদূতসহ ৪ জন মার্কিন নাগরিক নিহত হয়। লিবিয়ার দক্ষিণ-পূর্বে জালো এলাকার আদিবাসীরা নিহত ৫ সেনা সদস্যের মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। দু দিন আগে পৃথক একটি হামলায় তারা মারা গেছে বলে জানা যায়।