লিজের জমিতে রোপণকৃত তুলাক্ষেত চষে দিলেন জমির মালিক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ছাদেক আলী মল্লিকপাড়ার কৃষক ফারুক হোসেনের এখন মাথায় হাত। তার ৪ বিঘা তুলাক্ষেত ট্রাক্টর লাগিয়ে চষে দেয়া হয়েছে। লিজ নেয়া ওই জমিতে কৃষক ফারুক হোসেন দুই মাস আগে তুলা লাগিয়েছিলেন। জমির মালিক চুয়াডাঙ্গা কোর্টপাড়ার জাহিদুল ইসলামের ছেলে রবিন ট্রাক্টর লাগিয়ে চষে দেন বলে ফারুক হোসেন অভিযোগ করেন। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ফারুক হোসেন ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার সুমিরদিয়া কলোনি মাঠের ৪ বিঘা জমি ১০ বছরের জন্য লিজ নেন ছাদেক আলী মল্লিকপাড়ার আব্দুল খালেকের ছেলে আবদুর রহিম। সম্প্রতি ওই জমি খালি পড়েছিলো। এ কারণে তুলা চাষের জন্য এক বছরের জন্য রহিমের কাছ থেকে সাবলিজ নেন ফারুক হোসেন। তিনি ৩০ হাজার টাকায় লিজ নিয়ে ওই জমিতে দু মাস আগে কাপাসিয়া তুলা লাগান। মাস দুয়েক বয়স হওয়ার পর ওই তুলা চষে দেন জমির মালিক জাহিদুল ইসলামের ছেলে রবিন। গতকাল রোববার ওই জমিতে গিয়ে দেখা যায়, তুলাচাষি ফারুক হোসেন জমির আলে বসে কাঁদছেন। তিনি জানান আমি ক্ষতিপূরণ চেয়ে আদালতে যাবো।