লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের আহ্বায়ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ২০১৮ সনের জন্য নবয়নের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল লাইসেন্সধারীকে নবায়ন ফি ও ১৫ শতাংশ ভ্যাট বাবদ নির্ধারিত টাকা সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে জমা প্রদানপূর্বক টেজারি চালানের মূল কপিসহ আবেদন করতে হবে। লাইসেন্স নবায়নের সময় আগ্নেয়াস্ত্র (থানায় জমা থাকলে জিডির কপি) নবায়নকারী কর্তৃপক্ষকে দেখাতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর সরকারি ছুটির দিন বাদে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নবায়ন কর্মকর্তা সহকারী কমিশনার জুডিসিয়াল মুন্সিখানা’র নিকটই নবায়ন করা হবে। ব্রিচ লোডিং পিস্তল, রিভলবার, রাইফেল, শটগান ও বন্দুকের লাইসেন্স নমবায়ন করা হবে। নবায়ন ফিস বাবদ কোড নম্বর ১-২২১১০০০০১৮৫৯ খাতে জমা দিতে হবে। ব্যক্তি পর্যায়ে বন্দুক, শটগান, রাইফেল ৫ হাজার টাকা, পিস্তল ও রিভলবারের জন্য ১০ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে লং ব্যারেল ৫ হাজার টাকা, প্রতিষ্ঠান পর্যায়ে লং ব্যারেল ১০ হাজার টাকা, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠান ২০ হাজার টাকা, সেফ কিপিং ৫ হাজার টাকা। বিস্তারিত লাইসেন্স নবায়ন কর্মকর্তার দফর থেকে জানা যাবে। ১৫ শতাংশ ভ্যাট কোড নম্বর ১-১১৩৩-০০০৫-০৩১১ খাতে জমা প্রদান করতে হবে। চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।