লন্ডন থেকে তারেক রহমানের ভিডিও বার্তা: নির্বাচন বর্জন ও প্রতিহতের ডাক

স্টাফ  রিপোর্টার: আজকের নির্বাচন প্রতিরোধ, প্রতিহত এবং বর্জনের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় লন্ডন থেকে তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানিয়ে বলেন, নির্দেশনার জন্য অপেক্ষা না করে সব ক্ষুদ্র বিভাজন ভুলে স্বৈরাচারী সরকার আর তার প্রহসনের নির্বাচনকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, ব্যক্তি ও দলীয় স্বার্থে নয়, এটা করতে হবে দেশের ভবিষ্যৎ ও অস্তিত্বের স্বার্থে। তিনি এ নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যায়িত করার পাশাপাশি নির্বাচন স্থগিত করার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান। দশম সংসদ নির্বাচনের আগের দিন তার ওই ভিডিও বার্তা অনলাইন ইউটিউব এবং তারেক রহমানের নামে একটি ফেসবুক পাতায়ও প্রকাশিত হয়েছে। এর বাইরে লন্ডন থেকে দেশের গণমাধ্যম অফিসেও পৌঁছানো হয়েছে। বিএনপির সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনিসহ চেয়ারপারসনের প্রেস উইঙের কর্মকর্তা ছাড়াও লন্ডনে অবস্থানরত ছাত্রদলের সাবেক নেতা নাজমুল হাসান জাহিদ ভিডিও বার্তাটি তারেক রহমানের বলে নিশ্চিত করেছেন।

প্রায় ২৩ মিনিটের ওই ভিডিও বার্তায় তারেক রহমান বিএনপির নেতাকর্মী ও সাধারণ দেশবাসীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রশাসনের কর্মকর্তা, এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান। দেশবাসীকে বলেন, দেশের রাজনীতিতে আজকের দুটি পক্ষ বিএনপি বনাম আওয়ামী লীগ নয়, ১৮ দল বনাম মহাজোট নয়। দুটি পক্ষ আজ গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র, বাংলাদেশের পক্ষের শক্তি বনাম অন্য দেশের পক্ষের শক্তি, গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষা বনাম ব্যক্তি বিশেষের ক্ষমতার অভিলাষ।’