রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রটোটন জোয়ার্দ্দার

 

অভিষ্ঠ লক্ষ্যে পৌছুতে হলে অনুশীলনের বিকল্প নেই

স্টাফ রিপোটার: জমকালো আয়োজনের মধ্যদিয়ে রয়েল এক্সপ্রেস ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনের আগ মুহূর্তে বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর গানে গানে গোটা মাঠ মুখরিত হয়ে ওঠে। রয়েল এক্সপ্রেসের স্বত্বাধিকারী গোপালপুর গ্রামের কৃতীসন্তান বিশিষ্ট ব্যবসায়ী সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, সুস্থ দেহে সুস্থ মন আনায়ন করতে ও খেলাধুলার মাধ্যমে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছুতে হলে অনুশীলনের বিকল্প নেই। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুঁজে বের করে লুকায়িত প্রতীভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটাবিশ্বে। সেইসাথে বজায় রাখে শারীরিক সুস্থতা। সাধারণ মানুষ পায় সুস্থ বিনোদনের সাধ। এ ধরনের প্রতিযোগিতা সামাজিক অবক্ষয়ের হাত থেকে যুবসমাজকে রক্ষা করে। তাই বেশি বেশি করে এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা দরকার। বর্তমান সরকার খেলাধুলার বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তাই এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী প্রমুখ। পরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও কবুতর অবমুক্তের মধ্যদিয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। বিকেল ৪টায় কলাবাড়ি রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় দুবাই স্টার ক্লাব একাদশ ও বলাকা ক্লাব গোবিন্দহুদা একাদশের সাথে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দুবাই স্টার ক্লাব একাদশ ৩-০ গোলে বলাকা ক্লাব গোবিন্দহুদা একাদশকে পরাজিত করে। এসময় খেলার মাঠে উপস্থিত ছিলেন খেলার সেক্রেটারি ইনামুল হক ইলিয়াস, মতিয়ার রহমান মতি, বিশিষ্ঠ ব্যবসায়ী এনামুল হক লোটাস, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, শাহজালাল ব্যানা, টুর্নামেন্টের কার্যকরী সদস্য রেজাউল হক, আলাউদ্দিন মাস্টার, কালাম মেম্বার, নিজাম উদ্দিন, একরামুল হক, সুলতান উদ্দিন, হযরত আলী, হাসানুজ্জামান সজিব, গোলজার হোসেন, অ্যাড. রেজাউল হক, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বজলু প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম উদ্দিন খুশি ও শাহীনুজ্জামান।