রিভিউ ও জেল কোড কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয় : অ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার: একাত্তরে সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত  নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যু পরোয়ানা বেআইনি নয় বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সাথে সরকারের নির্দেশে ওই রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে  কারো কথা বলা কোনোমতেই সমীচিন নয়। এ দণ্ড কার্যকর করা হবে আইসিটি আইনের ২০ ধারা মোতাবেক। কাজেই এটাকে কোনভাবে অবৈধ বলা যাবে না।
রায় পুনর্বিবেচনার বিষয়ে তিনি বলেন, কোনো রিভিউ চলবে না এবং কারাবিধি এখানে প্রযোজ্য হবে না। এখানে আপিল বিভাগের রায়টি  জেল কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। এখন সরকার জেল কর্তৃপক্ষকে এ দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন এবং তখনই এটা কার্যকর হবে। যেকোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থণার আবেদন করতে পারেন। তিনি যদি করেন, ভালো কথা, সেটা রাষ্ট্রপতির কাছে দেয়া যাবে। তিনি কবে ক্ষমা প্রার্থণার আবেদন করবেন তার জন্যতো আমাদের রাষ্ট্র বসে থাকবে না।