রিবেরি’র বিশ্বকাপ শেষ

মাথাভাঙ্গা মনিটর: ফরাসি স্ট্রাইকার ফ্র্যাঙ্ক রিবেরির বিশ্বকাপ শেষহয়ে গেলো। বায়ার্ন মিউনিখের ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার বেশ কিছুদিন ধরেপিঠের নিচের দিকে ব্যাথায় ভুগছিলেন। বিশ্বকাপের জন্য ফ্রান্স দলের সাথেপ্রথমে কয়েকদিন অনুশীলনে যোগ দিলেও পরে আর পারেন নি। গতকাল এক সংবাদসম্মেলনে  ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বিরেরির বিশ্বকাপ না খেলার বিষয়টিনিশ্চিত করেন। তিনি বলেন, রিবেরি বেশ কয়েকদিন হলো প্রচণ্ড ব্যথার কারেণঅনুশীলন করা ছেড়ে দিয়েছিলো। বিশ্বকাপের আগে তার সুস্থ হয়ে ওঠা সম্ভব নয়।

অন্যদিকে দেশমের দল থেকে উরুর ইনজুরির কারণে বাদ পড়েছেন লিঁও’র ডিফেন্ডারক্লেমেন্ট গ্রানিয়া। এ দু খেলোয়াড়ের ফ্রান্সের ২৩ সদস্যের দলে জায়গাপেছেনে সাউদাম্পটনের মিডফিল্ডার মরগান স্নেইডার্লিন ও মঁপেলি’র স্ট্রাইকাররেমি কাবেলা।