রাশিয়া-সৌদি সমঝোতার আশাবাদে বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: জ্বালানি তেলের দাম নিয়ে মতভেদ মিটিয়ে ফেলতে শিগগিরই রাশিয়া ও সৌদি আরব একটি সমঝোতায় পৌঁছাতে পারে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন আশাবাদ ব্যক্ত করার পরই বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম নিয়ে সম্প্রতি রাশিয়া ও সৌদি আরব দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তেলের উৎপাদন বাড়িয়ে দেয় দুই দেশই। তবে করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে পড়ায় কমে যায় তেলের চাহিদা।  এ পরিস্থিতিতে গত সোমবার ১৮ বছরের মধ্যে অপরিশোধিত তেলের দাম তলানিতে নেমে আসে। প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয় মাত্র ২২ ডলারে। তবে স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের মন্তব্যের পরপরই তেলের দাম বেড়ে যায় ১০ শতাংশের বেশি। বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ২৭ ডলারে।