রাবিতে ছাত্রলীগের হস্তক্ষেপে পরীক্ষা স্থগিত

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের হস্তক্ষেপে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য হওয়ায় ছাত্রলীগের পক্ষ থেকে  পরীক্ষা স্থগিতের জন্য বিভাগীয় শিক্ষকদের ওপর চাপ দেয়া হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ওই বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিভাগের দ্বিতীয় বর্ষের ২০১ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রলীগ নেতা সাদ্দাম যোগ্য না হওয়ায় সকালে সে বিভাগের শিক্ষকদের হুমকি দিয়ে পরীক্ষা বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমাদের পরীক্ষার রুটিন অনেক আগেই দেয়া হয়েছিলো। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু ছাত্রলীগের চাপের কারণে শিক্ষকরা আমাদের পরীক্ষা স্থগিত করেছে। রাবি ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর জন্য কোনো বিভাগে বলা হয়নি। অন্য কোনো কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে ওই বিভাগের সভাপতি অধ্যাপক জয়ন্ত রাণী বসাক বলেন, ছাত্রলীগের চাপে নয় ক্যাম্পাসের পরিস্থিতি খারাপ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রসাসনের পক্ষ থেকে পরীক্ষা না নেয়া জন্য বলা হয়েছে। তাই আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।