রাজধানী ঢাকায় চুয়াডাঙ্গা যুবদলের তিন নেতাকে আটক করেছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে চুয়াডাঙ্গার তিন যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। ২১ মে ঢাকা পল্টন পুলিশ এ তিনজনকে আটক করে। আটকের পর গত সোমবার আদালতে পাঠানো হলে তাদের জামিন ও রিমান্ড শুনানি শেষে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা শেখপাড়ার মোখলেছুজ্জামান মোখলেছ, বাগানপাড়ান আশরাফ বিশ্বাস মিল্টু ও গুলশানপাড়ার তৌফিকুজ্জামান তৌফিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় যুবদল নেতাদের সাথে দেখা করতে যান চুয়াডাঙ্গার চারজন যুবদল নেতা। ওই তিন নেতাসহ শেখপাড়ার আকতারুজ্জামান আকতার সাথে ছিলেন। পুলিশ চারজনকে আটক করলেও পরে আকতারুজ্জামানকে ছেড়ে দেয়। আটক করে নিয়ে যায় তিনজনকে পল্টন থানায়। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তবে কি মামলা দেয়া হয়েছে তা বিস্তারিত জানান সম্ভব হয়নি। গত সোমবার আটককৃত তিন যুবদল নেতাকে আদালতে হাজির করা হলে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করে। আদালতে শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন এবং জামিন না মঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানো নির্দেশ দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা তিন যুবদল নেতার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রোববার তিনজনকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে। ওই দিন জামিন শুনানি অনুষ্ঠিত হবে।