রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন, কাজ করছে ১৫টি ইউনিট

স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পাশে হাসিনা মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট। রোববার রাত ৮টার দিকে হাসিনা মার্কেটের কয়েকটি দোকানে হঠাৎ করে আগুন লাগে। এরপর আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। মার্কেটটিতে প্রায় পাঁচশ’ ছোট-বড় দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার সন্ধ্যার দিকে হঠাৎ করেই হাসিনা মার্কেটের বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যা। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে যায়। তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনে খবর আসে কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওসি এনায়েত হোসেন।