রমজান সামনে রেখে বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা

 

স্টাফ রিপোর্টার: আজ পবিত্র শবে বরাত। পক্ষকাল পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আর রমজান এলেই কাঁচা বাজারে আগুন লেগে যায়। এবারো তার ব্যতিক্রম কিছু পরিলক্ষিত হচ্ছে না। কাঁচা তরকারির দাম বাড়তে শুরু করেছে।

গতকাল বড়বাজার নিচের বাজার সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, কয়েকদিনের ব্যবধানে বেগুন ৩০ টাকা থেকে বেড়ে ৪০ টাকা, পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৪৫ টাকা, আলু ১৬/১৮ টাকা থেকে ২২ টাকা হয়েছে। একই প্রভাব পড়তে যাচ্ছে মুদি দোকানের পণ্যগুলোর ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ক্রেতা অভিন্ন ভাষায় বললেন, দোকানিদের আর কি দোষ দেবো। আসল দোষ আমাদের দেশের মাথাদের। টাকা নিয়ে বাজার সিন্ডিকেটের কাছে তারা জিম্মি হয়ে থাকে আর খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষের। বাজার যদি সঠিকভাবে মনিটরিং হয় তাহলে আর এ খেসারত দিতে হয় না। সাধারণ মানুষের দাবি রমজানে যেন অসাধু ব্যবসায়ীরা বাড়তি সুবিধা না নিতে পারে সেদিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খেয়াল রাখবে।