রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা বাজার মনিটরিং কমিটির তদারকি: দু ব্যবসায়ীকে জরিমানা :অন্যদেরকে সতর্ক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটি বাজার তদারকি করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় মনিটরিং কমিটির সদস্যরা মাছের আড়তপট্টি, রেলবাজার, বড়বাজার ও ফলের বাজারে অভিযান চালায়। এসময় অত্যাবশকীয় আইনের ১৯৫৬’র ৬ ধারা অনুযায়ী চুয়াডাঙ্গা নিচের বাজারের মুদিব্যবসায়ী বাপ্পী হোসেন ও শাহীন হোসেন নামের দু ব্যবসায়ীকে ৫০০ টাকা করে আর্থিক জরিমানা ও অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়েছে। কিটবক্স নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে মাছ এবং ফলে ফরমালিন পাওয়া যায়নি বলে জানান মনিটরিং কমিটির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মনিরুজ্জামান, মার্কেটিং অফিসার আব্দুর রহিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, এএসআই তবিবুর রহমান, চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক নাসির আহাদ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন চান্নু ও চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সহসভাপতি এনটিভি প্রতিনিধি আ্যাড. রফিকুল ইসলামসহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা।