যাদের সাহিত্যকর্ম ছাড়া বাংলা সাহিত্যই অপূর্ণ তাদের স্মরণে অকৃপন আয়োজন কাম্য

চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিসভায় এমপি টগর

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে সভায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম ও অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান ।

সভায় আগামী ৮ মে সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী জেলা প্রশাসনের আয়োজনে কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি আলী আজগার টগর এমপি বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়া বাংলা সাহিত্য পূর্ণতা পায় না। বাংলা সাহিত্যে তাদের অবদান অনস্বীকার্য। তাদের স্মৃতিকে ধরে রাখতে আমাদের নানা প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। তাদের স্মরণে অকৃপন আয়োজনই কাম্য। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গা সরকারিভাবে স্বীকৃতির দ্বারপ্রান্তে। ভূমি মন্ত্রণালয় ও সাংস্কৃতিক মন্ত্রণালয় উন্নয়নের বিষয়ে কাজ করছে। অনুষ্ঠানটি একদিনের জন্য জাঁকজমকভাবে পালন করা হোক। দুটি দিবস উপলক্ষে পৃথক সাব-কমিটি গঠন করে পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তণ অধ্যক্ষ এসএম ইস্রাফিল, দামুড়হুদা এসি ল্যান্ড আব্দুল হালিম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা জজ কোর্টের জিপি অ্যাড. মোল্লা আব্দুর রশিদ, পিপি অ্যাড. শামসুজ্জোহা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মালিক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার পাল, সহকারী কমিশনার সাব্বির রহমান সানি, সৈয়দা নাফিজ সুলতানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতীষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।