যশোর শিক্ষাবোর্ড প্রদত্ত এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে বিষয়কোডে ভুল

 

আলমডাঙ্গা ব্যুরো: এবার পাঠ্যপুস্তক নয়, যশোর শিক্ষাবোর্ড প্রদত্ত এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে বিষয়কোডে ভুল পাওয়া গেছে। এ বছর অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের (২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ) সম্প্রতি যশোর শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনকার্ড সরবরাহ করা হচ্ছে। বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন- যশোরের স্কুল পরিদর্শক ড. মো. আহসান হাবিব স্বাক্ষরিত ওই রেজিস্ট্রেশন কার্ডে ক্যারিয়ার এডুকেশন বিষয়ের সাবজেক্ট কোড ১৫৬ উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ক্যারিয়ার এডুকেশনের বিষয়কোড হবে ১৫৫। সম্প্রতি ক্যারিয়ার এডুকেশনের বিষয়কোড ভুলসম্পন্ন রেজিস্ট্রেশনকার্ড বোর্ড কর্তৃক প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়েছে তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়ার জন্য। সকল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ স্ব-স্ব কেন্দ্র থেকে তা সংগ্রহ করে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। অধিকাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ জানেন না এ বিষয়কোড ভুলের বিষয়টি। পরীক্ষার খাতায় ভুল বিষয়কোড লিখলে সেই শিক্ষার্থীর রেজাল্ট স্থগিত করা হবে। কয়েকজন প্রবীণ শিক্ষকের সাথে এ বিষয়ে জানতে চাইলে এমন মন্তব্য করেছেন তারা।