যশোর বিজিবি ক্যাম্পের ভেতর ককটেল নিক্ষেপ : দোকানপাট ভাঙচুর

স্টাফ রিপোর্টার: যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবির ২৬ ব্যাটালিয়নের সীমানার ভেতর একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টা দিকে এ ঘটনা ঘটে। এদিকে যোগাযোগ করা হলে ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ককটেল কে বা কারা বিজিবির ক্যাম্পের ভেতর ছুঁড়ে মারে। নিক্ষিপ্ত ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তিনি আরো জানান, যশোর-নড়াইল সড়কের পাশে বিজিবির ক্যাম্প। রাস্তার ওপর থেকে কে বা কারা একটি ককটেল ছুঁড়ে মারে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। অপরদিকে কোতয়ালি মডেল থানার ওসি ইনামুল হক সাংবাদিকদের জানান, রাতে কে বা কারা একটি ককটেল বিজিবি ক্যাম্পের সামনে রাস্তায় ওপর ছুঁড়ে মেরেছে বলে তিনি জানতে পেরেছেন। সেখানে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, ককটেল বিস্ফোরণের পর পাগলা ঘণ্টি বাজিয়ে বিজেপি সদস্যরা ক্যাম্পের বাইরে এসে তল্লাশি অভিযান চালান। এ সময় তারা রাস্তার পাশের দোকানপাটগুলো ভেঙে তছনছ করে। এতে স্বল্প পুজির ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান। বিজিবির অভিযানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।