যশোরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরে ঢাকা-খুলনা মহাসড়কে গতকাল শুক্রবার ট্রাকের চাপায় মারা গেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার ইনছান আলী (৫২) ও তার মেয়ে ফারজানা আক্তার (১৯)। সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের সামনে সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি চালাচ্ছিলো হেলপার ১৪ বছরের কিশোর সোহান। বাংলাদেশ হাইওয়ে পুলিশের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, ট্রাকের হেলপার সোহান ট্রাকটি চালাচ্ছিলো। নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাকটি একটি মোটরসাইকেলের ওপরে তুলে দেয়। এতে বাবা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় চালক হেলপারের পাশেই ছিলেন। দুর্ঘটনার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিহতের স্বজনেরা বলেন, বাবা ও মেয়ে খুলনা শহরের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা। এবার উচ্চ মাধ্যমিক পাস করে মেডিকেলে ভর্তির চেষ্টা করছিলেন ফারজানা। যশোরে গতকাল একটি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাবা ইনছানের সাথে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন তিনি। পথে ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়।

পুলিশের ভাষ্য, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কিশোর হেলপার সোহানকে ধরে পুলিশের হাতে তুলে দেন। যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজার এলাকার মহিদুল ইসলামের ছেলে সে। পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছে। সোহানকে আসামি করে নিহত ইনছানের মামাশ্বশুর মোস্তফা কামাল বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।