যশোরে প্রকাশ্যে গুলি করে আনসার সদস্য হত্যা

স্টাফ রিপোর্টার: যশোর সদরের হাশিমপুর বাজারে অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হোসেন আলী নামে এক আনসার সদস্যকে হত্যা করেছে। নিহত হোসেন আলী হাসিমপুর গ্রামের আসাদ আলী তরফদারের পালিত ছেলে। তিনি দুই ছেলে ও ১ মেয়ের জনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে হোসেন আলী হাসিমপুর বাজারের মোশারফের চা দোকানে বসে চা পান করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা খুব কাছ থেকে হোসেন আলীকে লক্ষ্য করে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী জানায়, হোসেন আলী একসময় চরমপন্থি দলের সদস্য ছিলো। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমা ঘোষণায় যশোরের টাউন হল মাঠে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন। এরপর সরকারের পুনর্বাসনের আওতায় হোসেন আলীকে আনসার বাহিনীতে চাকরি দেয়া হয়। গত ২৮ নভেম্বর ছুটিতে তিনি যশোরে নিজবাড়িতে আসেন। খবর পেয়েই সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার প্রতিশোধ হিসেবে এ হত্যাকা- সংঘটিত করেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকা-ের কারণ উদ্ধার ও খুনিদের আটকে পুলিশি অভিযান চলছে।