যশোরে পাঁচ ‘জঙ্গিকে’ ধরিয়ে দিতে পোস্টার

যশোর থেকে বাপী: সন্দেহভাজন ৫ জন জঙ্গিকে ধরিয়ে দিতে যশোরে পোস্টারিং করা হয়েছে। গত রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের কাছে পোস্টার বিতরণের জন্য হস্তান্তর করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন। সন্দেহভাজন জঙ্গিরা হলেন যশোর শহরে শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মুরাদ হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুস সোবহানের ছেলে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪), সদর উপজেলার কিসমত নওয়াপাড়ার কাজী হাবিবুল্লাহর ছেলে কাজী ফজলে রাব্বী (২১), শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আওরঙ্গজেবের ছেলে মেহেদি হাসান ওরফে হুসাইন ওরফে জিম (১৯), যশোর শহরের ধর্মতলা মোড় এলাকার আব্দুস সালামের ছেলে রায়হান আহমেদ (২১) মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম (৪২)ওসি জানান, পোস্টারে জেলার সব থানা, কন্ট্রোল রুম, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন গোয়েন্দা বিভাগ, ডিবি পুলিশসহ সব কর্মকর্তার মোবাইল নম্বর দেওয়া হয়েছেসন্দেহভাজন জঙ্গিকে দেখামাত্র যোগাযোগের অনুরোধ করা হয়েছে পোস্টারে