যশোরে দু যুবককে পিটিয়ে হত্যা

 

যশোর প্রতিনিধি: যশোরে দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে যশোর সদর উপজেলার হুদো রাজাপুর এলাকায় মোটরসাইকেল ছিনতাই করার সময় এ ঘটনা ঘটেছে বলে কোতয়ালি থানার ওসি সিকদার আককাছ আলী জানিয়েছেন। নিহত দুজন হলো সদর উপজেলার আড়পাড়া গ্রামের আল-আমিন (২৮) এবং শেখহাটি এলাকার ইসমাইল হোসেন (৩৮)।
ওসি সিকদার আককাছ আলী জানান, গত রোববার রাতে বাঘারপাড়ার চাপাতলা গ্রামের বরুণ কুমার তরফদার নামে এক যুবক একটি আ্যাপচি ব্রান্ডের মোটরসাইকেল চালিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন। উপশহর বাসস্ট্যান্ড থেকে তার পিছু নেই আল-আমিন এবং ইসমাইল হোসেন। কিছু দূর যাওয়ার পর বরুণ কুমার বুঝতে পারেন ছিনতাইকারীরা তার পিছু নিয়েছে। রাত সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের হুদো রাজাপুর গ্রামের কাছে পৌছালে বরুণকে পেছন থেকে গুলি করে। এ সময় বরুন রাস্তার পাশে পড়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশে সংবাদ দিলে কোতয়ালি থানার এএসআই রাকিব হোসেন ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার  দিকে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দু রাউন্ড গুলি ও দুটি ধারালো চাকু উদ্ধার করে পুলিশ। এদিকে হাসপাতালে রেজিস্টার্ড খাতা অনুযায়ী আল-আমিনকে রোববার রাত ১টা ৫ মিনিটে এবং ইসমাইল হোসেনকে রাত ১টা ৮ মিনিটে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।