যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

স্টাফ রিপোর্টার: যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত ও অপর এক ছাত্র আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ড মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত লোকনাথ দে যশোর ডা. আব্দুর রাজ্জাক কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্র ও শহরের চারখাম্বা এলাকার কানাইলাল দে’র ছেলে। আহত কলিউজ্জামান লিমু বিসিএমসি কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ও হুশতলা এলাকার গোলাম মাওলার ছেলে। প্রত্যক্ষদর্শীরা ও নিহতের স্বজনরা জানান, বুধবার দুপুরে কলেজ ছুটির পর লোকনাথ দে ও তার বন্ধু কলিউজ্জামান লিমু পানি উন্নয়ন বোর্ডের সামনে অবস্থান করছিলেন। এ সময় একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও স্টেডিয়ামপাড়া এলাকার বাসিন্দা অনিক ও অনির সাথে তাদের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে অনিক ও অনি উপর্যুপরি ছুরিকাঘাত করলে লোকনাথ দেব নিহত ও লিমু আহত হয়। নিহতের লোকনাথ দে’র সহপাঠীরা জানান, স্টেডিয়ামপাড়ার একটি দোকানে বসা নিয়ে তাদের অনিকদের সাথে লোকানাথের দ্বন্দ্ব ছিলো। মঙ্গলবার সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে বুধবার দুপুরে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। নিহতের ভাই তারকনাথ দে বলেন, আমার ছোট ভাই সকালে কলেজে গিয়েছিলো। আর বাড়ি ফেরেনি। লাশ হয়ে মর্গে আছে।