যশোরের ঝিকরগাছা গদখালিতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ জন নিহত

 

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিতে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১০ জন নিহত ও আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ পরিবহনের ৮৪ নম্বর কোচের গাড়ির চালক অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে রাস্তার পাশের গাছে মেরে দেন। এরপর গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।

নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। নিহতরা হলেন- ঢাকার ডেমরা এলাকার বজলুর রহমানের ছেলে জামান (৪০), বিদ্যুৎ ঘোষ (৪৫), মুন্সীগঞ্জ জেলার চুঙ্গীবাড়ী এলাকার সালাম (৩০), শরীয়তপুর জেলার গোয়াখোলা এলাকার রণজিৎ পালের ছেলে প্রসেনজিৎ পাল (৩৪) ও ঢাকার ধোলাইখালির রজমান আলী (৩৫), ঢাকার নির্মল চন্দ্র সাহা (৫৫), হেনা সাহা (৪০)।

নিহতদের লাশ ঝিকরগাছা থানা, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতাল মর্গে রয়েছে। আহতদেরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও যশোর ২৫০ শয্যা জেনালের হাসপালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ঢাকার ৬৭/১ উত্তর গোলাপবাগ এলাকার ঝন্টু (৩৫), ঢাকার নবাবগঞ্জ এলাকার রূপলাল সাহার ছেলে হরিদাস সাহা (৫৫), বিক্রমপুর এলাকার সুমন (৩০), রাকিব (৩০), জনি ঘোষ (৩৫), রণজিৎ সরকার (৩৫), গীতালী ঘোষ (৪৫), রুবি (৩০), ময়না (৩৫), ওয়ালিদ (৩০)।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মধ্যে ৬ জনের লাশ থানায় ও আরও ১ জনের লাশ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অপরদিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে ৩ জনের লাশ রয়েছে।