যশোরের কেশবপুরে বিষাক্ত স্পিরিট পানে দুজনের মৃত্যু : হত্যা মামলা

 

স্টাফ রিপোর্টার: যশোরের কেশবপুরে অতিরিক্ত মদপানে ২ জন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গত বুধবার রাতে শহরের একটি ফার্মেসি থেকে বিষাক্ত স্পিরিট কিনে মদের সাথে মিশিয়ে ৭ ব্যক্তি পান করলে তারা গুরুতর অসুস্থ হয়। এদের মধ্যে দুজন মারা যায়। নিহতরা হচ্ছে- নিজাম উদ্দীন ও সিরাজুল ইসলাম। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। তাদেরকে যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে শহরের আলীম হোমিও ফার্মেসির মালিক আব্দুল আলীমসহ আরো ৭/৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। কেশবপুর থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, এসব জায়গায় পুলিশি অভিযান অব্যাহত থাকায় মাদকসেবীরা এখন গোপনে বাইরে থেকে মদ এনে পান করছে। তিনি বলেন, তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।