ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন

 

স্টাফ রিপোর্টার: সংসদসদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর স্ত্রী মুনতারিন চৌধুরীর অপঘাতেমৃত্যুর পর মামলা হলেও অভিযোগ না করে ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রহণ করে দাফনকরেছে তার পরিবার। এ নিয়ে মিডিয়ায় লেখালেখি হলেও পুলিশ নিক্সন চৌধুরীরবাসায় না যাওয়ায় ঘটনাটি নানা গুঞ্জনের জন্ম দিয়েছে। গতমঙ্গলবার রাতে মৃত্যুরপর মুনতারিনের বাবা-মার কানাডা থেকে ফেরার অপেক্ষা করা হচ্ছিলো।প্রধানমন্ত্রীরআত্মীয় নিক্সনের স্ত্রীর মৃত্যু নিয়ে তার সহকারীদের বিভিন্ন তথ্য দেয়া এবংঅপঘাতে পুলিশের না যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। গুলশান থানার ওসিরফিকুল ইসলাম জানান, মুনতারিনের বাবা-মা কানাডা থেকে ফিরে গত বৃহস্পতিবার লাশগ্রহণ করেন। মেয়ের মৃত্যুতে কোনো অভিযোগ নেই বলে তারা লিখিতভাবে জানিয়েছেন।এরপর মুনতারিনকে দাফন করা হয়। গতকালশুক্রবার বাদ আসর গুলশান মসজিদে মুনতারিনেরকুলখানি অনুষ্ঠিত হয়েছে।

এ ব্যাপারে গুলশান জোনের সহকারী কমিশনার নুরুলআলম জানান, এ ঘটনায় গুলশান থানায় একাট অপমৃত্যু মামলা হয়েছে। উল্লেখ্য, গুলশান ২ নম্বর সেকশনের ৭৬ নং সড়কের ২০ নম্বর বাড়ির ৪র্থ তলায় থাকতেনমুনতারিন। নিক্সনের পরিবার থেকে বলা হয়েছে গত মঙ্গলবার রাতে সিড়িতে পড়েঅসুস্থ হন মুনতারিন (৩৩)। এরপর মুনতারিনকে (৩৩) বাসা থেকে ইউনাইটেডহাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।নিক্সনের এপিএস জাহিদুর রহমানসাংবাদিকদের জানান, ছয়তলা বাসার ছাদ থেকে পা পিছলে পড়ে গিয়েছিলেন মুনতারিনচৌধুরী। অন্যদিকে বাড়ির নিরাপত্তাকর্মী মো. মাসুদের বক্তব্য ছিলো ভিন্ন।তিনি মিডিয়াকে জানান,  ঝড়ের পর চারতলার বেলকনী থেকে পড়ে গিয়েছিলেনমুনতারিন। গতমঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে মারা যান মুনতারিনমুজিব চৌধুরী। যদিও ঘটনার দিন রাজধানী ঢাকায় বড় ধরনের ঝড়ের সংবাদ পাওয়াযায়নি।এদিকে ইউনাইটেড হাসপাতালের প্রশাসন ও নিরাপত্তা শাখার প্রধান মেজরঅব. মইনুল হোসেন জানান, কি কারনে মুনতারিন মারা গেছেন আমরাবলতে পারবো না। ময়তা তদন্ত করলে জানা যাবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ অজ্ঞাত কারনে ময়না তদন্ত করেনি।প্রসঙ্গত, আওয়ামী লীগের সংসদসদস্য নূর-ই আলম চৌধুরীর (লিটন চৌধুরী) ভাই নিক্সন চৌধুরী দশম সংসদেস্বতন্ত্র প্রার্থী হন ফরিদপুর-৪ আসনে। সেখানে আওয়ামী লীগ প্রার্থী কাজীজাফরউল্লাহকে হারিয়ে বিজয়ী হন। নিক্সন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাইয়ের ছেলে।নিক্সনের মা প্রধানমন্ত্রীর ফুফাতো বোন। আলোচিত পদ্মাসেতু নিয়ে দুর্নীতিরঅভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন।