মোমিনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল্লাহ আল মামুনসহ দুজনের মনোনয়ন প্রত্যাহার

 

স্টাফ রিপোর্টার: দ্বিতীয় দফা নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল মামুন এবং কুতুবপুর ইউপির সদস্য পদে বদর উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেছেন। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীরা লিখিতভাবে পৃথক আবেদন করেন।

মোমিনপুর ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ-আল মামুন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। শৃঙ্খলার কারণে দলীয় প্রার্থীর প্রতি সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মোমিনপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত শেফালী খাতুন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বিশ্বাস হেলাল, বিএনপি মনোনীত নজরুল ইসলাম, বিএনপির বিদ্রোহী হাবিবুর রহমান শেখন, স্বতন্ত্র মফিজুর রহমান জোয়ার্দ্দার এবং টিপু সুলতান বর্তমানে সাতজন প্রার্থী রয়েছেন।

অপরজন হলেন- কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কুতুবপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে বদর উদ্দিন। এ ওয়ার্ডে মনোয়ার, মুকুল মিয়া, সাবান আলী ও মকলেচুর রহমান নামে চারজন প্রার্থী বর্তমানে রয়েছেন। মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ দু প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।