মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গাংনীতে স্বামী-স্ত্রী গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ভবানীপুর সেন্টার বাজার থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- রামনগর গুচ্ছপাড়ার খেদের আলীর ছেলে আমিরুল ওরফে সোহেল (৩০) ও তার দ্বিতীয় স্ত্রী ববিতা ওরফে জোহরা খাতুন (২৭)।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ভবানীপুর গ্রামের মৃত আতাহার আলীর ছেলে হাবিবুর রহমানের বাড়ির গ্রিলের তালা কেটে একটি ডায়াং মোটরসাইকেল চুরি করে সোহেল ও তার সঙ্গীয় কয়েকজন। মোটরসাইকেলে তার স্ত্রী ও চুরি কাজের সহযোগী জুয়েলকে সাথে নিয়ে ভবানীপুর গ্রাম পেরিয়ে গন্তব্যে যাচ্ছিলো। ভবানীপুর সেন্টার বাজার পৌঁছুলে সেখানে টহলরত ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি দলের সামনে পড়ে। এ সময় জুয়েল মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পুলিশ সদস্যদের জেরার মুখে সত্যি বেরিয়ে আসে। স্বামী-স্ত্রীকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। এ সময় মোটরসাইকেল থেকে গ্রিল কাটার উদ্ধার করা হয়। এদিকে গতকালই গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা। পলাতকরাও আসামি হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।