মৈত্রী ট্রেনের ছাদে চেপে দর্শনায় ভারতীয় হনুমান

স্টাফ রিপোর্টার: কোলকাতা-ঢাকা পথে চলাচলকারী মৈত্রী ট্রেনের ছাদে চেপে একটি হনুমান গত শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় এসে পড়ে। এরপর এটি গাছে গাছে ছোটাছুটি করতে থাকে। বিকেলে হনুমানটিকে পৌর এলাকার পরানপুরের একটি বটগাছে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার কোলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী ট্রেনের ছাদে হনুমানটিকে আসতে দেখা যায়। দুপুরে ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে জয়নগর এলাকায় গতি কমালে হনুমানটি ঝাঁপ দিয়ে একটি গাছে উঠে যায়। এরপর সে এক গাছ থেকে আরেক গাছে ছোটাছুটি করতে থাকে। বিকেলে এটি দর্শনা পৌর এলাকার পরানপুরের একটি বাগানে আশ্রয় নেয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও পথচারীরা হনুমান দেখতে ভিড় করে। ক্ষুধার্ত হনুমানটিকে অনেকে কলা কিনে খেতে দেন।

দামুড়হুদার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ বলেন, যতোদূর জেনেছি, খাবারের সন্ধানে বেশ কিছুদিন ধরে দলছুট হয়ে এলাকায় হনুমান আসছে। স্থানীয় লোকজনের উচিত ওদের বিরক্ত না করে খাবার দিয়ে সহযোগিতা করা এবং বন্য পরিবেশে চলাফেরার সুযোগ করে দেয়া।