মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার: গাজীপুরে কন্যাকে ধর্ষণের দায়ে পিতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং এক লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফাতেমা নজীব এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ হোসেন (৪৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পিপড়াসিট এলাকার মনসুর আলীর ছেলে। স্পেশাল পিপি মো. ফজলুল কাদের বলেন, ১৯ বছর বয়সী ধর্ষিতা ফরহাদের ঔরসজাত সন্তান। অর্থদণ্ডের টাকা আসামির সম্পদ থেকে আদায় করে ক্ষতিগ্রস্তকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিনি জানান, ফরহাদ তার ১৯ বছর বয়সী মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একই ঘরে থাকতেন। গত বছরের ২০ মার্চ ফরহাদের দ্বিতীয় স্ত্রী রুমানা বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলা করেন। তার অভিযোগ নিজের মেয়েকে ৩ দিন ধর্ষণ করেছেন ফরহাদ। মামলার দিনই ফরহাদকে গ্রেফতার করে পুলিশ। পরে ফরহাদ আদালতে ১৬৪ ধারায় স্বাকারোক্তিমূলক জবানবন্দি দেন। কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান তদন্ত করে গত ২৪ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় সাতজন স্বাক্ষ্য দেয়। রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি মো. ফজলুল কাদের ও আসামিপক্ষে মো. ইসমাইল হোসেন মামলাটি পরিচালনা করেন।