মেহেরপুর সিংহাটিতে কবিরাজের ১০দিনের জেল

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের কবিরাজ হারুন-অর-রশিদের ১০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স ছাড়াই চিকিৎসা দেয়ার অপরাধে গতকাল সোমবার সন্ধ্যায় ওই আদেশ দেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, সিংহাটি ও মেহেরপুর শহরে চেম্বার খুলে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছেন হারুন-অর রশিদ। কিন্তু তার কোনো লাইসেন্স নেই। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। দণ্ডবিধির ২৭৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১০ দিনের জেল দেয়া হয়। আদালতের আদেশে রাতেই তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।