মেহেরপুর-বুড়িপোতা সড়কে ছিনতাইকারীদের বোমা হামলায় দুজন আহত

 

মেহেরপুর অফিস: মেহেরপুর-বুড়িপোতা সড়কে সদর উপজেলার যাদবপুর সড়কের গোরস্থানের কাছে ছিনতাইকারীদের বোমা হামলায় দু নছিমন যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ওই ঘটনা ঘটে। আহত আব্দুর রশিদ (৫৮) ও তাহাজ উদ্দীনকে (৪৮) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের দুজনেরই বাড়ি সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের দক্ষিণ শালিকা গ্রামে। আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আহত তাহাজউদ্দীন জানিয়েছেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখে তারা কয়েকজন শ্যলোইঞ্জিনচালিত যান নসিমনযোগে বাড়ি ফিরছিলেন। যাদবপুর গোরস্থান পার হলে ১৫/২০ জন সশস্ত্র ছিনতাইকারী তাদের গতিরোধ করে। নসিমন যাত্রীরা প্রতিবাদ করলে তাদের লক্ষ্য করে ৪টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বোমার আঘাতে আব্দুর রশিদ ও তাহাজ উদ্দীন আহত হন। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মনির হোসেন জানিয়েছেন, আব্দুর রশিদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে বোমায় ক্ষত হয়েছে। যে কোনো সময় তাকে অন্যত্র রেফার করা হতে পারে।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় অভিযান শুরু করেছে।