মেহেরপুর প্রথম বিভাগ ফুটবল লিগে দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় মেহেরপুরে অনুষ্ঠিত শেখ কামাল-নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগের খেলায় দু দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। একই সময় লাঞ্ছিত হয়েছেন মেহেরপুর পুলিশের একজন এসআই। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাব ও রাইপুর জাগরণী ক্লাবের মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলার প্রথম দিকে দু দলের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয়দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ এসে উভয়দলকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতিতে আবারও তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মেহেরপুর সদর থানার এসআই কামাল লাঞ্ছিত হন। সংঘর্ষের ছবি তুলতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয় কয়েকজন যুবক। পরে ক্যামেরা ফেরত দেয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষের আগে সদর উপজেলার রাইপুর জাগরণী ক্লাব ১-০ গোলে এগিয়ে ছিলো।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী খেলাগুলোতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হবে। মেহেরপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আনোয়ারুল হক শাহী জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে আজ বৃহস্পতিবার থেকে নিয়মিতি খেলা চলবে।