মেহেরপুর জেনারেল হাসপাতালের টেকনিশিয়ানের ভুলে রোগীর মৃত্যুর অভিযোগ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালের টেকনিশিয়ানের ভুলে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃদ্ধ আব্দুল মান্নান ওরফে মুন্নাফ মণ্ডলের (৬৮) শরীরে ‘ও’ পজেটিভ রক্তের প্রয়োজন ছিলো। কিন্তু এর পরিবর্তে হাসপাতালের টেকনিশিয়ান ফারুক ‘এবি’ পজেটিভ রক্ত সংগ্রহ করতে বলেন। দীর্ঘসময় ‘ও’ পজেটিভ রক্তস্বল্পতা থাকার পর তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন নিহত মুন্নাফ মণ্ডলের ছেলেরা। নিহত মুন্নাফ মণ্ডল মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মৃত মিলন মণ্ডলের ছেলে।

নিহতের ছেলে রুস্তম আলী মণ্ডল জানান, গত সোমবার রাত ১০টার দিকে তার অসুস্থ পিতাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরে রক্তের প্রয়োজন দেখা দিলে ডাক্তারের পরামর্শে জেনারেল হাসপাতালের প্যাথোলজি বিভাগের টেকনিশিয়ান ফারুক রক্তের গ্রুপ পরীক্ষা করেন। তিনি ভুল করে রোগীর স্বজনদের ‘এবি’ পজেটিভ রক্ত সংগ্রহ করতে বলেন। দীর্ঘসময় চেষ্টা করে রোগীর লোকজন ‘এবি’ পজেটিভ রক্ত সংগ্রহ করেন। বৃদ্ধের শরীরে ওই রক্ত পুষ করার আগে অন্য একটি রিপোর্টে জানা যায় তার শরীরে ‘ও’ পজেটিভ রক্তের প্রয়োজন। বৃদ্ধার তিন ছেলের শরীরে ও পজেটিভ রক্ত থাকার পরও দীর্ঘসময়ে বৃদ্ধের শরীরে রক্ত পুষ না হওয়ায় রোগী মারা যান। এ ঘটনার পর থেকে টেকনিশিয়ান ফারুক গাঢাকা দিয়েছেন। এ নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ হাসপাতাল চত্বরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টেকনিশিয়ান ফারুকের বিরুদ্ধে নিহতের ছেলেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।