মেহেরপুর গাংনী পুলিশের বিশেষ উদ্যোগ : ২৬ মাদক ব্যবসায়ীর ভালো হওয়ার অঙ্গীকার

মাজেদুল হক মানিক: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর সীমান্তবর্তী এলাকার ২৬ জন মাদকব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার কাজিপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তারা পুলিশ সুপারের কাছে লিখিত মুচলেকা দেন। মাদক ও মাদকব্যবসায়ী নির্মূলে পুলিশের অব্যহত সাঁড়াশি অভিযানের ফলে তারা অন্ধকার থেকে আলোয় আসার স্বপ্ন দেখেন। এমন অভিব্যক্তি জানিয়ে ২৬ মাদকব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরতে সকলের সহযোগিতা কামনা করেন।

সম্প্রতি মাদকব্যবসায়ীদের মাইক্রোবাস থামাতে গিয়ে মাদকব্যবসায়ীদের হাতে নির্মমভাবে নিহত হন পীরতলা পুলিশ ক্যাম্পের পুলিশ কনস্টেবল আলা উদ্দীন। এরপর থেকেই পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি মাদক ও মাদকব্যবসায়ী নির্মূলে গাংনী থানা পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়। ধরা পড়ে কয়েকজন চিহ্নিত মাদকব্যবসায়ী। এক পর্যায়ে স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটি ও গাংনী থানার ওসি আকরাম হোসেনের মাধ্যমে মাদকব্যবসায়ীরা পুলিশ সুপার হামিদুল আলমের কাছে ইচ্ছে প্রকাশ করেন। তারা মাদকব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতি জানান। পুলিশ সুপার তাদের আরজিতে সাড়া দিয়ে ভালো হওয়ার সুযোগ করে দেন। সেমতে গতকাল কাজিপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাংনী থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহা. আলম হুসাইন। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। বক্তৃতায় পুলিশ সুপার বলেন, আজ থেকে যারা সর্বনাশা মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন তাদের সবাইকে পুলিশের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। যেসব মাদকব্যবসায়ী এ পথে আসবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

গাংনী থানার ওসি আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক রেজাউল হক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, কাজিপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল আলম স্বপন, কেএলএসএইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কেতাব আলী, গাংনী উপজেলা যুবলীগের দফতর সম্পাদক আব্দুল আলীম ও ইউপি সদস্য মহিবুল ইসলাম। বক্তব্য রাখেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার হামিদুল আলমের কাছে প্রতিজ্ঞা করে এলাকার চিহ্নিত ২৬ মাদকব্যবসায়ী মাদকব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। মাদকব্যবসা না করা, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে লিখিত মুচলেকা প্রদান করেন তারা। এরা হচ্ছেন- কাজিপুর গ্রামের বেছের আলীর ছেলে জালাল উদ্দীন, নুর নবীর ছেলে রতন, ওয়াহেদ আলীর ছেলে মজিবার রহমান, সিরাজ আলীর ছেলে হাতেম আলী, আলীম উদ্দীনের ছেলে মজনু, রহিদুলের ছেলে ঝন্টু, মৃত উজির আলীর ছেলে শরিফুল, কিয়ামত আলীর ছেলে আব্দুল হালিম, সাইক আলীর ছেলে মোজাম, নিজাম, মোজাম আলীর ছেলে রুবেল, আব্দুস কুদ্দুসের ছেলে আওয়াল হোসেন, আজিত আলীর ছেলে টুটুল, সোনাতন আলীর ছেলে শিপন, বজলুর ছেলে সাজু, আব্দুস সামাদের ছেলে টবলু, নবীর উদ্দীনের ছেলে দবির উদ্দীন, উজির আলীর ছেলে রফিকুল, হাড়াভাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে লাবলু, রহিম বক্সের ছেলে খবির উদ্দীন ও নুর বক্সের ছেলে মাদুর আলী।