মেহেরপুরে ৩ গাঁজা সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবনের অভিযোগে ৩ যুবককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরের মেহেরপুরের সহকারী কমিশানার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান ওই দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মেহেরপুর শহরের নতুনপাড়ার অসিত কর্মকারের ছেলে তাপন (২৬), শিশুবাগানপাড়ার ইছারুদ্দিনের ছেলে শাহিদুল (৩২) ও বাসস্ট্যান্ডপাড়ার মির্জুবানের ছেলে মেহেদী হাসান হিরোন (৩৫)।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯০ এর (৭ক) ধারা ও ২০০৯ এর ৭(২) ধারামতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ করায় তাদের ৩ জনের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডা দেয়া হয়। এদিন পুলিশ তাদের জেলা কারাগারে পাঠিয়েছে। এর আগে এদিন বেলা ১১টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই রফিকুল ইসলামের নেতৃত্ব পুলিশ শহরের শিশুবাগানপাড়া থেকে গাঁজা সেবন অবস্থায় ও ৩ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ওই দণ্ডাদেশ দেন।