মেহেরপুরে ১৯ জামায়াত নেতার জামিন নামঞ্জুর : কারাগারে পাঠানোর নির্দেশ

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা জামায়াতের অফিস সেক্রেটারি আব্দুর রউফ মুকুলসহ ৩ জামায়াত নেতার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য দুজন হলেন- জেলা জামায়াতের প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার ও সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন।

গতকাল সোমবার মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আসামিপক্ষের শুনানিতে অংশগ্রহণ করেন অ্যাড. মারুফ আহমেদ বিজন ও অ্যাড. কামরুল হাসানের নেতৃত্বে আইনজীবীদের একটি দল।

অপরদিকে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের পৃথক আদালতে দুপুর সোয়া ১২টার দিকে গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. রবিউল ইসলাম, নায়েবে আমির নাজমুল হুদা, আহসান আলীসহ ১৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী হরতাল অবরোধের সময় নাশকতা সৃষ্টির মামলার আসামি হয়ে দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন।