মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ায় স্ত্রী ইসমত আরা হত্যার দায়ে স্বামী জাকির মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মামলায় অপর দু আসামি আব্দুল হোসেন ও সাহেব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত তাদেরকে বেকসুর খালাস দেন। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি এম মুসা ওই রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ার মহাসিন মণ্ডলের ছেলে জাকির মণ্ডল দাম্পত্য কলহের জের ধরে ২০০৯ সালের ১৩ অক্টোবর ভোরের দিকে তার স্ত্রী ইসমত আরাকে গলা কেটে হত্যা করে এবং বাড়িতে ডাকাতি হয়েছে বলে অপপ্রচার চালানোর চেষ্টা করে। পরদিন ঘাতক জাকির মণ্ডলের শ্বশুর রিয়াজউল্লাহ বাদী হয়ে জাকির মণ্ডল, গাংনী উপজেলার খাসমহল ধলা গ্রামের হেকমত আলীর ছেলে আব্দুল হোসেন ও একই গ্রামের রেজাউল হকের ছেলে সাহেব আলীকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যামামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক ওই রায় দেন। মামলায় সরকার পক্ষের কৌসুলী ছিলেন অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক ও আসামি পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. খন্দকার আব্দুল মতিন ও অ্যাড. শফিকুল ইসলাম।