মেহেরপুরে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের জেল

মেহেরপুর অফিস: মেহেরপুরে স্ত্রী নির্যাতনের মামলায় স্বামীর ৩ বছরের জেল দিয়েছেন আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের জেল দিয়েছেন স্বামী তৌফিকুজ্জামানকে। গতকাল রোববার বিকেলে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান ওই আদেশ দেন। দণ্ডিত তৌফিকুজ্জামান (৩১) গাংনী উপজেলার সাহার বাটি গ্রামের আক্কাচ আলীর ছেলে। একই মামলায় আসামির পিতা আক্কাচ আলী ও মা খালেদা আকতারকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৬ জুলাই তৌফিকুজ্জামানের সাথে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে হাসনাউর হুসনার সাথে বিয়ে হয়। বিয়ের সময় কোনো যৌতুক দেয়ার কথা না থাকলেও এক পর্যায়ে যৌতুকের দাবি করে নির্যাতন শুরু করে। হুসনার পিতা জামাই তৌফিকুজ্জামানকে দেড় লাখ টাকা যৌতুক দেন। এর কয়েকদিন পর থেকে আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ২৬ ফেব্রুয়ারী ২০১২ স্বামী তৌফিকুজ্জামান, শ্বশুর আক্কাচ আলী ও শাশুড়ি খালেদা আকতারকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন পিপি অ্যাড. পল্লভ ভট্টাচার্য এবং আসামি পক্ষের কৌশলী ছিলেন অ্যাড. মোশাররফ হোসেন।