মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের নির্বাচনী মতবিনিময়সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: যৌথবাহিনীর গুলিতে জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার মেহেরপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের আব্দুল জব্বার মেম্বারকে গুলি করে হত্যার প্রতিবাদে এ হরতালের ডাক দেয়।

জেলা জামায়াতের ডাকা হরতাল ও ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করেনি। এছাড়া বন্ধ ছিলো আন্তঃজেলা পরিবহন। তবে শহরে ছোট ছোট যান চলাচল করতে দেখা যায়। শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। দুপুরের পর থেকে দোকান পাট খুলতে শুরু করে। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি কম ছিলো। পরিবহন চলাচল না করায় সাধারণ যাত্রী এবং সবজি চাষিরা পড়েন চরম বিপাকে। হরতাল এবং ১৮ দলের ডাকা অবরোধের পক্ষে বা বিপক্ষে কোনো দলকে মিছিল-মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় এদিন শহরের মোড়ে মেড়ে পুলিশ মোতায়েন ছিলো। র‌্যাবের টহলও লক্ষ্য করা গেছে। এছাড়া একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যৌথবাহিনীর টহল লক্ষ্য করা যায়।