মেহেরপুরে মাদক মামলায় দুই জনের কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে একটি মাদক মামলায় কাজী নাইম হোসেনের ১৪ বছর এবং জাহাঙ্গীর হোসেনের ৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গত রোববার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুন্যাল ৪র্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। একই সাথে উভয়ের ১০ হাজার টাকা করে জরিমানা এবং নাইমের অনাদায়ে ৬ মাস কারাদণ্ডাদেশ দিয়েছেন। মামলায় অপর আসামি বাবুকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত নাইম সদর উপজেলার আশরাফপুর গ্রামের কাজী ইমারুল ইসলামের ছেলে এবং জাহাঙ্গীর হোসেনের বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডপাড়ায়।

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৩ সেপ্টেম্বর গাংনী র‌্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার হেলাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কামারবাড়ি হাওড়াপাড়া নামকস্থান থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি করে এক হাজার দুই বোতল ফেনসিডিল ও ৭৫৫ পিস শাড়িসহ বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুর প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাড. এমএম রুস্তম আলী এবং আসামি পক্ষে অ্যাড. কামরুল হাসান, অ্যাড. খন্দকার আব্দুল মতিন ও অ্যাড. মাহবুব আলম আইনজীবীর দায়িত্ব পালন করেন।