মেহেরপুরে মাটিচাপা দেয়া যুবকের মরদেহ উদ্ধার : বেওয়ারিশ হিসেবে দাফন

মেহেরপুর অফিস: মেহেরপুর মদনাডাঙ্গা গ্রামের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় না মেলায় লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। কয়েকদিন আগে তাকে হত্যা করে মাটিচাপা দেয়া হয় বলে ধারণা পুলিশের। তবে স্থানীয়রা হত্যাকাণ্ডের ঘটনায় নানান মন্তব্য করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের চাষিরা গ্রামের জামতলা মাঠে কাজ করতে যায়। ওই সময় মাঠের একটি নিম গাছের তলায় মাটিচাপা দেয়া অবস্থায় এক ব্যক্তির হাতের কিছু অংশ তাদের নজরে পড়ে। তারা বিষয়টি গ্রামবাসী ও সদর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তারা মাটির নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে এবং মেহেরপুর হাসপাতালমর্গে প্রেরণ করে। মরদেহ উদ্ধারের সময় তার পরনে একটি কালো রঙের জিন্স প্যান্ট ও গায়ে আকাশী রঙের ফুলহাতা চেক শার্ট পরা ছিলো। নাদুস-নুদুস চেহারার যুবকের আনুমানিক বয়স ৩০-৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, ২/৩ দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় ও হত্যাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এলাকার বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ মরদেহ দেখতে ভিড় করলেও তারা নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি। তবে তাদের মধ্য থেকে নানাজনে নানা মন্তব্য ছুড়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন- এলাকার কোনো নারীর প্রলোভনে ছুটে আসা এ যুবককে প্রাণ দিতে হয়েছে। আবার কেউ মন্তব্য করেছে- লোভী কোনো ব্যবসায়ী তার ব্যবসায়িক পার্টনারকে অংশ ফাঁকি দিতে হত্যা করে লাশ পুঁতে রেখে থাকতে পারে। আবার অনেকে বলেছে- পথের কাঁটা দূর করতে তাকে এলাকা থেকে দূরে এনে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গতরাতে মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এসআই ফারুক হোসেন জানান, লাশের কোনো পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে লাশ মেহেরপুর পৌর কর্তৃপক্ষের মাধ্যমে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এসআই মীর মেজবাহুর দারাইন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।